চট্টগ্রামে ড্রেনে পড়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর কলেজ ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৫০ মিনিটে নগরীর ডবলমুরিং থানার বাদামতলী মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে বাদমতলী এলাকায় ড্রেনে পড়ে যান সাদিয়া।
নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া শুক্কুর মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন নিহত সাদিয়া।
স্থা্নীয়রা জানান, আগ্রাবাদ এলাকা থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসার দিকে যাচ্ছিলেন সাদিয়া। এ সময় একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে ড্রেনে পড়ে যান। সাদিয়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মামাও নালায় ঝাঁপ দেন।
আরও পড়ুন
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন
ইউটিউবারদের আয়ের উপর কর, মিশরে মিশ্র প্রতিক্রিয়া
গালে থাপ্পড়ের পর এবার ডিম হামলার শিকার ম্যাক্রোঁ, ভিডিও ভাইরাল
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, নিখোঁজ তরুণীকে মৃত অবস্থায় উদ্ধারের পর আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সোমবার রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ডুবুরি দলের সদস্যরাও যোগ দেয়। আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নালা থেকে রাত ২টা ৫০ মিনিটে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
news24bd.tv এসএম