দুধের ব্যবসা করছেন রোনালদোর সাবেক সতীর্থ

দুধের ব্যবসা করছেন রোনালদোর সাবেক সতীর্থ

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রিচার্ড একার্সল। খেলেছেন ক্রিশ্চিয়ানোর রোনালদোর সঙ্গে একই দলে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফেলে আসা অতীত নিয়ে কথা বলেছেন এই সাবেক খেলোয়াড়। আর সেখানেই উঠে এসেছে তার দুধ বিক্রেতা হওয়ার গল্প।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রিচার্ড একার্সলের অভিষেক হয়েছিল। তারপর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ২০১৫ সালে ফুটবলকে বিদায় জানান ‘ওল্ডহ্যাম অ্যাথলেটিক’-এর হয়ে।

তিনি বলেন, ‘ওল্ডহ্যামে কোনো স্বপ্ন কিংবা অর্থও ছিল না। মনে আছে, আমি একটা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলাম।

তখন আমার ঘরে সদ্য জন্ম নেওয়া সন্তান, আর ঠিক সেসময়ই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলি। আমার স্ত্রীকে বলি যে, আমি ফুটবলটা ছাড়তে চাই। ’

রিচার্ড আরও বলেন, ‘ওই সময় কঠিন সিদ্ধান্তটা নিতে পেরে পরবর্তীতে অনেক স্বস্তি পেয়েছিলাম। একসময় টাকার অভাবে অনেক সংগ্রাম করতে হলেও এখন আর আমার টাকার কোনো অভাব নেই। ’

রোনালদোর সম্পর্কেও কথা বলেছেন তার সাবেক সতীর্থ। তিনি বলেন, ‘রোনালদো আবারও পুরনো ক্লাব ম্যান ইউনাইটেডে ফিরেছে। শেষবার যখন ও সেখানে ছিল, তখন আমিও ছিলাম। বিশ্বসেরা এই ফুটবলারের সঙ্গে আমিও একই সঙ্গে অনুশীলন করেছি। কিন্তু এখন আমার পরিচয়, আমি একজন দুধ বিক্রেতা। ’

যুক্তরাজ্যের যে প্রত্যন্ত গ্রামে তিনি থাকেন, শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে, সেখানে কোনো রাস্তা নেই। লোকসংখ্যা সর্বসাকুল্যে ৪০ জন। এছাড়া অঞ্চলটির সবাই নিরামিষভোজী এবং শতভাগ অর্গানিক খাবার খায়।

রও পড়ুন:

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ

গালে থাপ্পড়ের পর এবার ডিম হামলার শিকার ম্যাক্রোঁ, ভিডিও ভাইরাল

ইউটিউবারদের আয়ের উপর কর, মিশরে মিশ্র প্রতিক্রিয়া

শিশু সন্তানকে জবাই করে মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা


নিজের দুধের ব্যবসা সম্পর্কে রোনালদোর সাবেক এই সতীর্থ বলেন, ‘আমরা কাচের বোতলে প্রতিমাসে ২৫ হাজার লিটারেরও বেশি দুধ উৎপাদন করছি, সবকিছু পুনর্ব্যবহারযোগ্য এবং এটি একটি বৃত্তাকার ব্যবসায়িক মডেল। আমাদের এখানে বর্তমানে ২২ জন কর্মচারী আছে। ’

দুধের ব্যবসা ঘিরেই স্বপ্ন দেখছেন সাবেক এই ফুটবলার। আগামী পাঁচ বছরে যুক্তরাজ্যের সবচেয়ে বড় দুধ বিতরণকারী হতে চান তিনি।

news24bd.tv/ নকিব