যে কারণে আটক হলেন মুফতি ইব্রাহিম

যে কারণে আটক হলেন মুফতি ইব্রাহিম

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি কাজী ইব্রাহিম। এছাড়াও বিখ্যাত ব্রিটিশ নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়েও তিনি কথা বলেছিলেন। তিনি বলেছেন, ‘শেক্সপিয়ারের আসল নাম শেখ জুবায়ের। তিনি অ্যারাবিয়ান।

’ 

তার এসব বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

আরও পড়ুন:


মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি

ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যার জন্ম: ওবায়দুল কাদের

৫ ঘণ্টা পর মিলল ড্রেনে পড়ে নিখোঁজ সেই তরুণীর মরদেহ

ইউটিউবারদের আয়ের উপর কর, মিশরে মিশ্র প্রতিক্রিয়া


জানা গেছে, আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। এসময় তিনি বলেন, ‘মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমার তাকে জিজ্ঞাসাবাদ করছি। ’

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক