জাপান সাগরে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

জাপান সাগরে মঙ্গলবার সকালে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্রটি পতিত হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের শুরুর দিকে একই জলসীমায় নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল কিম প্রশাসন।

 

দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার সংলাপের ইচ্ছা প্রকাশের কয়েকদিনের মধ্যে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। মঙ্গলবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটিও ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে জাপানি গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে।  

আরও পড়ুন:


মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি

ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যার জন্ম: ওবায়দুল কাদের

৫ ঘণ্টা পর মিলল ড্রেনে পড়ে নিখোঁজ সেই তরুণীর মরদেহ

ইউটিউবারদের আয়ের উপর কর, মিশরে মিশ্র প্রতিক্রিয়া


এদিকে সোমবার পিয়ংইয়ংয়ের জাতিসংঘের দূত কিম সং জানিয়েছিলেন, বৈরী নীতি অনুযায়ী অস্ত্র পরীক্ষা করার অধিকার রয়েছে উত্তর কোরিয়ার।

news24bd.tv নাজিম