কবি গোলাম মোস্তফার নাতনি কবি ফরিদা মজিদ আর নেই

কবি গোলাম মোস্তফার নাতনি কবি ফরিদা মজিদ আর নেই

অনলাইন ডেস্ক

কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ আর নেই। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কবি ফরিদা মজিদের সতীর্থ সঞ্জীব পুরোহিত গণমাধ্যমকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদা মজিদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।

তার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে এবং এর চিকিৎসা চলছিলো। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় মারা যান।

ফরিদা মজিদের জন্ম ১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায়।

তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জোছনার কন্যা। কবি গোলাম মোস্তফার সান্নিধ্যেই তার কবি সত্ত্বা গড়ে উঠে।

দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়েছেন ফরিদা মজিদ। প্রথমে লন্ডন, পরে যুক্তরাষ্ট্রে। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি লন্ডনে বসে দেশের বড় বড় কবি সাহিত্যিকদের লেখা অনুবাদ, সম্পাদনা ও প্রকাশনার কাজ করেছেন।

আরও পড়ুন


প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকতায় ‘ট্রাব’ আজীবন সম্মাননায় ভূষিত হবেন নঈম নিজাম

কাল কি ছিলাম আজ নিয়তির পরিণতিতে কোথায়?

বিএফইউজের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

গোপনে যুবকের ৬ বিয়ে, শ্বশুর বাড়ি যাওয়ার পথে জামাই নিয়ে টানাটানি


১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন।  

১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত ইংরেজির লেকচারার হিসেবে ছিলেন নিউইয়র্কের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে তিনি দেশে ফিরে আসেন।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর