এখন বুঝি কেন নালাপাড়া রাখা হয়েছিল পাড়াটির নাম

এখন বুঝি কেন নালাপাড়া রাখা হয়েছিল পাড়াটির নাম

Other

চট্টগ্রামে 'নালাপাড়া' নামে একটা পাড়া আছে। শহরের একেবারে প্রাণকেন্দ্রে। রেলস্টেশনের পেছনে। নামটি শুনলে আমরা গা ঘিনঘিন করে উঠত।

 

ভাবতাম এ কেমনতর নাম। সেখানে অনেক অভিজাত ও শিক্ষিত লোকজন থাকেন ও থাকতেন। অনুপম সেন স্যারের পুরনো বাড়িটা এখানে ছিল। আমি একবার গিয়েছিলাম।

আরও পড়ুন:


মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি

ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যার জন্ম: ওবায়দুল কাদের

৫ ঘণ্টা পর মিলল ড্রেনে পড়ে নিখোঁজ সেই তরুণীর মরদেহ

ইউটিউবারদের আয়ের উপর কর, মিশরে মিশ্র প্রতিক্রিয়া


এখন বুঝি কেন নালাপাড়া রাখা হয়েছিল পাড়াটির নাম। চট্টগ্রাম ধীরে ধীরে এক বৃহৎ নালাপাড়া হয়ে উঠছে। অথবা নালাশহর। অপমৃত্যুর দিকে এগিয়ে যাওয়া শহরটার জন্য অনেক কষ্ট হয়।

লেখাটি জয়দীপ দে শাপলু-এর ফেসবুক থেকে নেওয়া।   (লেখাটির আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম