পটুয়াখালীতে সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

Other

পটুয়াখালী জেলা সদর থেকে সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের যাতায়াতের ২৫ কিলোমিটার দৈর্ঘ্যর সড়কটির এখন বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ সড়ক। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে এই পথে চলাচলকারী কয়েক লাখ মানুষ। অবশ্য এ সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

পটুয়াখালী সদর উপজেলার হেডকোয়াটার থেকে আয়লা জিসি নামের সড়কটির দৈর্ঘ্য ২৫ দশমিক ৫ কিলোমিটার। এ সড়কে বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুঘর্টনাও। আর এই সড়ক দিয়েই প্রতিদিন ৫টি ইউনিয়নের লাখো মানুষ চলাচল করে।

এ অবস্থায় দুর্ভোগে পড়েছে তারা।

স্থানীয়দের অভিযোগ, গেল এক দশকেও এই সড়ক সংস্কার না করায় চলাচলের  অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের দাবিতে মানব বন্ধন, সড়কে আখ ও ধানের চারা রোপনসহ নানা কর্মসূচি, পালন করলেও কোন প্রতিকার মেলেনি।

আরও পড়ুন:


মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি

ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যার জন্ম: ওবায়দুল কাদের

৫ ঘণ্টা পর মিলল ড্রেনে পড়ে নিখোঁজ সেই তরুণীর মরদেহ

ইউটিউবারদের আয়ের উপর কর, মিশরে মিশ্র প্রতিক্রিয়া


সংশ্লিষ্টরা বলছেন, জাইকা প্রকল্পের আওতায় চারটি প্যাকেজে মোট ১৭ কিলোমিটার সড়কের টেন্ডার আহবান করা হয়েছে। দুই কিলোটিারের কাজ চলমান আছে। বাকী কাজ এ বছরের নভেম্বরের শুরু হবে।

জনদুর্ভোগ লাগবে এই সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।

news24bd.tv নাজিম