নৌকায় চড়ে ইতালি গেল শত শত বাংলাদেশি

নৌকায় চড়ে ইতালি গেল শত শত বাংলাদেশি

অনলাইন ডেস্ক

জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬৮৬ অভিবাসী ইতালিতে পৌঁছেছে বলে তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম।

রয়টার্স ও আনসা এর সূত্রে জানা যায়, মঙ্গলবার শত শত অভিবাসী নৌকায় চড়ে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে বলে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।


আরও পড়ুন

দুই পরীক্ষা বাতিল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পাশের রুম থেকে দুর্গন্ধ ছড়ানোর পরে ছেলে টের পেলো বাবা মারা গেছেন!

বিয়ে বন্ধ করতে কনে নিজেই থানায়!

শেখ হাসিনার জন্মদিনে নড়িয়ায় দোয়া ও দুই হাজার কোরআন বিতরণ


স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আনসা বলেছে, গতকাল সোমবার রাতে ৬৮৬ অভিবাসীকে নিয়ে একটি নৌকা ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে। পরে পুলিশের উদ্ধারকৃত অভিবাসীদের আরেকটি দল ছোট নৌকায় করে সেখানে পৌঁছায়।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারিতে সংক্রমণ এড়াতে অভিবাসীদের স্বাস্থ্যবিধি পালনে কোয়ারেন্টাইনের জন্য অন্য একটি নৌযানে সরিয়ে নেওয়া হবে।

news24bd.tv/এমি-জান্নাত