উর্ধ্বগামী বন্ধকী বাজার সৌদি অর্থনীতিকে চাঙ্গা করে: কেপিএমজি

উর্ধ্বগামী বন্ধকী বাজার সৌদি অর্থনীতিকে চাঙ্গা করে: কেপিএমজি

অনলাইন ডেস্ক

আর্থিক বিশ্লেষক কেপিএমজির মতে, একটি উর্ধ্বগামী বন্ধকী বাজার সৌদি আরবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করেছে।

আরব নিউজ জানিয়েছে ফার্মের 'ফিউচার ফাইন্যান্স' প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়েল এস্টেট সেক্টরে পরিচালিত ব্যবসাগুলি রাজ্যের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলির (এনবিএফআই) মধ্যে অন্যতম, যা মহামারীর পরে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করছে।

সৌদি আরবের এনবিএফআইগুলোর মধ্যে স্বয়ংচালিত, বাণিজ্যিক সরঞ্জাম এবং অন্যান্য ভোক্তা অর্থায়ন সংস্থা রয়েছে, কেপিএমজির মতে যার অনুমানিক মূল্য ৫৪ বিলিয়ন।

এই খাত রাজ্যের মধ্যে ঋণ গ্রহীতারদের কিছু অংশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সৌদি আরবের কেপিএমজির অফিস ম্যানেজিং পার্টনার খলিল ইব্রাহিম আল সেদাইস বলেন, ২০২০ সালের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম ছয় মাসে বৃদ্ধি পায়।

তিনি বলেন, এটি বিশেষভাবে  লক্ষণীয়, সরকারি গ্যারান্টির কারণে বন্ধকী শিল্পের মূল্য সবসময় বেশি ছিলো যা আবাসনের জন্য দেশীয় চাহিদা, কম সুদের হার এবং একজন নাগরিকের বাসস্থানের জন্য দেওয়া হয়।


আরও পড়ুন

দুই পরীক্ষা বাতিল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পাশের রুম থেকে দুর্গন্ধ ছড়ানোর পরে ছেলে টের পেলো বাবা মারা গেছেন!

বিয়ে বন্ধ করতে কনে নিজেই থানায়!

শেখ হাসিনার জন্মদিনে নড়িয়ায় দোয়া ও দুই হাজার কোরআন বিতরণ


আল সেদাইস আরও বলেন, এনবিএফআইরা সৌদি আর্থিক সেবা খাতে উন্নয়নের জন্য ক্রমবর্ধমান হার অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে মানি লন্ডারিং বিরোধী সম্মতি, ফিনটেক অগ্রগতি, সাইবার নিরাপত্তা, ব্যবসায়ের ধারাবাহিকতা পরিকল্পনা এবং ডিজিটালাইজেশন রয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত   

 
 
 
 
৩১ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তবে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি রুটে বিমান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। " data-href="https://www.news24bd.tv/details/79055/আন্তর্জাতিক-বিমান-চলাচলে-নিষেধাজ্ঞার-মেয়াদ-বাড়লো" data-image_src="https://www.news24bd.tv/assets/news_images/2021/09/28/og/News24bd_tv_Plane.jpg" data-nid="79055" data-title="আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো" style="box-sizing: border-box;">
 

আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

 

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
  
 

ভারতে আন্তর্জাতিক বিমান চলাচলে আরও বাড়ানো হল নিষেধাজ্ঞা। ৩১ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তবে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি রুটে বিমান চলাচলে ছাড় দেওয়া হয়েছে।


আরও পড়ুন

দুই পরীক্ষা বাতিল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পাশের রুম থেকে দুর্গন্ধ ছড়ানোর পরে ছেলে টের পেলো বাবা মারা গেছেন!

বিয়ে বন্ধ করতে কনে নিজেই থানায়!

শেখ হাসিনার জন্মদিনে নড়িয়ায় দোয়া ও দুই হাজার কোরআন বিতরণ

 
2024-01-23 13:57:30

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর

এই বিভাগের পাঠকপ্রিয়

সর্বশেষ

পাঠকপ্রিয়