শাহবাগ থেকে কোটি টাকার অবৈধ মদ ও বিয়ার উদ্ধার

শাহবাগ থেকে কোটি টাকার অবৈধ মদ ও বিয়ার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কোটি টাকার দেশী বিদেশী মদ বিয়ার জব্দ করেছে র‍্যাব ও মাদক অধিদপ্তরের যৌথ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পিকক বারে অভিযান পরিচালনা করে র‍্যাব -৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানিক দল।   বৈধ ব্যবসার আড়ালে কিভাবে বিপুল পরিমাণ মাদক আসলো তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনী ব্যবস্থার কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান খন্দকার আল মঈন।

রাজধানীর হাবিবুল্লাহ রোডের এই নির্মানাধীন ভবনের পেছনে কয়েকটি গোপন সুরঙ্গ থেকে র‍্যাব ৪ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে উদ্ধার করে কোটি টাকার দেশী বিদেশী মদ বিয়ার।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে জব্দ করা হয় ২৫শ দেশী বিয়ার ১৫শ বিদেশী বিয়ার ও ৭শ বিদেশী মদসহ কোটি টাকার মাদক।

জব্দ করা মাদকের কোন বৈধ কাগজপত্র বার মালিক ও কর্তৃপক্ষ দেখাতে পারেনি বলে জানায় র‍্যাব।

আরও পড়ুন:


দুই মেয়েসহ মা নিখোঁজ উৎকন্ঠায় পরিবার

রশি দিয়ে বাধা প্রতিবন্ধী শহিদের বন্দী জীবন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত

স্কুল খোলার পর যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস!


 

র‍্যাব জানায়, জিরো টলারেন্স ঘোষনা থাকার পরও বিপুল পরিমাণ এসব মাদক তারা কিভাবে মজুদ করেছে তা জানতে বার মালিককে ডাকা হলেও তিনি এখনও পলাতক।

অভিযান চলমান রাখার কথা উল্লেখ করে গনমাধ্যম শাখা প্রধান বলেন, সমস্ত কিছু যাচাই করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/আলী