ময়মনসিংহের গৌরীপুরে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক (৫০) নামের এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। আজ সকালে উপজেলা মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম ললিতা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক সকালে ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কোপাতে থাকেন।
গুরুতর আহত অবস্থায় ললিতাকে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রণিতা সূত্রধর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূ মারা যায়।
আরও পড়ুন:
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে চবি শিক্ষার্থীর মৃত্যু
সভাপতির পদ ছেড়ে সোনিয়া গান্ধীকে চিঠিতে যা বললেন সিধু
গলায় কাঁটা বিঁধলে তৎক্ষণাৎ যা করবেন
ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়তে হয়
নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, বোনজামাই মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় রফিক গুরুতর আহত হন। গত দুই মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক রোগের জন্য তিনি চিকিৎসাধীন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান,মরদেহটির ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
news24bd.tv নাজিম