ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আসন প্রতি লড়বেন ৪৫ জন

ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আসন প্রতি লড়বেন ৪৫ জন

অনলাইন ডেস্ক

আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এবার ঢাবিতে ভর্তির জন্য প্রতি আসনে পরীক্ষা দেবেন ৪৫ জন।

 

প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে সাত বিভাগে সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসাধু পন্থা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


দিনাজপু‌রে বা‌সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রধানমন্ত্রীর জন্মদিনে গোলাম রাব্বানীর ৭৫টি সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে আইইউবিতে বৃক্ষ রোপণ কর্মসূচী

বিমানবালার ভাইরাল সেই নাচ দেখা হল ৬ কোটি বার! (ভিডিও)


উপাচার্য জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।

এছাড়া ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে।

news24bd.tv এসএম