এবার মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

এবার মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

অনলাইন ডেস্ক

আরও একটি মামলা হল মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে। এবার ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানায় ডিবি পুলিশের এক কর্মকর্তা বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দেওয়ায় আলোচিত বক্তা মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা।

আরও পড়ুন


ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আসন প্রতি লড়বেন ৪৫ জন

দিনাজপু‌রে বা‌সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রধানমন্ত্রীর জন্মদিনে গোলাম রাব্বানীর ৭৫টি সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে আইইউবিতে বৃক্ষ রোপণ কর্মসূচী


এর আগে, প্রতারণার অভিযোগ এনে মঙ্গলবার রাতে জেড এম রানা নামে একজন বাদি হয়ে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেন। এনিয়ে তার বিরুদ্ধে দুটি মামলা করা হল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ আরও বলেন, আজ আদালতে প্রেরণ করে দুইটি মামলায় তাকে রিমান্ড চাইবে পুলিশ।

সম্প্রতি ওয়াজমাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মুফতি কাজী ইব্রাহিম নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

news24bd.tv এসএম