হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশীয়ভাবে তৈরি পরমাণু অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ।  

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালের দিকে হোয়াসং-৮ নামের এ ক্ষেপণাস্ত্র জাগাং প্রদেশ থেকে ছোঁড়া হয়।

আরও পড়ুন: 


বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে সময় বাঁচবে ৩ ঘণ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার


কেসিএনএ এ নিয়ে একটি ছবি প্রকাশ করেছে যাতে নতুন ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি বলেছে, হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কৌশলগত বিরাট গুরুত্ব রয়েছে।

প্রথম পরীক্ষাতেই প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রের নেভিগেশন কন্ট্রোল ও স্টাবিলিটির কথা নিশ্চিত করেছেন।

কেসিএনএ বলেছে, পঞ্চ-বার্ষিকী পরিকল্পনায় যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্প একটি। গতকালও উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর