সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাতে মিউজিক চার্ট চালু করেছে ইউটিউব

সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাতে মিউজিক চার্ট চালু করেছে ইউটিউব

অনলাইন ডেস্ক

সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় গান এবং শিল্পীদের ইউটিউব চার্ট চালু করার ঘোষণা দিয়েছে ইউটিউব ।

২ সেপ্টেম্বর থেকে আরবি সংগীত শিল্পকে তার সুরের জনপ্রিয়তা পরিমাপের জন্য আরও সুশৃঙ্খল এবং সুস্পষ্ট পদ্ধতির প্রস্তাব দিয়ে সাপ্তাহিক ভিত্তিতে চার্টগুলি প্রকাশ করা হবে।


আরও পড়ুন

জেদ্দার বাসিন্দারা নতুন লোহিত সাগরের পানি ক্রীড়াক্ষেত্রে বেশি ব্যবহার করে

মালিতে ১৪০ বাংলাদেশি পুলিশ সদস্য পেলেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক

দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার: মান্না


মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের ইউটিউবের সঙ্গীত প্রধান লিলিয়ানা আবুদালো বলেন, আমি আরবি সঙ্গীত শিল্পে ইউটিউবের যে প্রভাব পড়েছে তা আমি প্রত্যক্ষভাবে দেখেছি। ইউটিউবে প্রযোজনা এবং প্রচারের ক্ষেত্রে শিল্পীরা কীভাবে তাদের কাজ প্রকাশ করে তাতে একটি বড় পরিবর্তন এসেছে।

তিনি আরও বলেন ইউটিউব চার্টগুলি উদীয়মান এবং প্রতিষ্ঠিত শিল্পীদের তাদের সাফল্য তুলে ধরতে সাহায্য করবে এবং দুই বিলিয়নেরও বেশি মাসিক লগ-ইন ব্যবহারকারীদের সাথে পারফরম্যান্সের আরও একটি সামগ্রিক উপস্থাপনা যোগ করবে।

news24bd.tv/এমি-জান্নাত