নাটোরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান

নাটোরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান

Other

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন প্রতিটি সাত লিটার ধারণ ক্ষমতার এসব অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

আরও পড়ুন: 


বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে সময় বাঁচবে ৩ ঘণ্টা

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

প্রকাশ হলো এসএসসি ও এইচএসসির পরীক্ষার রুটিন

নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলেন বাইকার


জেলা প্রশাসক শামীম আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামিল বুরহান ফিরদৌস, প্রমুখ।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ মো. রেজাউল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

news24bd.tv/ কামরুল