লাশের পকেটে পাওয়া গেল ৩৮ লাখ টাকার লটারির টিকেট

লাশের পকেটে পাওয়া গেল ৩৮ লাখ টাকার লটারির টিকেট

অনলাইন ডেস্ক

মৃত্যুর আগে ভাগ্যবদলের চাবিকাঠি পেয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই চাবি দিয়ে সৌভাগ্যের দ্বার খোলার আগেই মৃত্যু হয় তার। মৃতদেহের পকেট থেকে উদ্ধার করা হয় ৩৮ লাখ টাকার লটারি জেতার টিকেট।

বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অন্টারিও প্রদেশের হুরন কাউন্টি থেকে গ্রেগরি জার্ভিস (৫৭) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

জার্ভিসের পকেটে থাকা ম্যানিব্যাগের ভেতর ৪৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকার বেশি) লটারি জেতার টিকেট খুঁজে পায় পুলিশ।

জার্ভিসের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের মতে, জার্ভিস সমুদ্রের তীরে নৌকা বাঁধার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান। আর এতেই তার মৃত্যু হয়।

তবে তার পকেটে লটারি জেতার টিকেট পাওয়া যাওয়ার পর এই ঘটনায় তদন্ত ফের শুরু করেছে পুলিশ।

কানাডার গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা জার্ভিস চলতি মাসের শুরুতে ওই লটারি জেতেন। জার্ভিসের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে। লটারি জেতার অর্থ জার্ভিসের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

news24bd.tv/ কামরুল