শেষ মুহূর্তের রোনালদো জাদুতে জয় পেল ম্যানইউ'র

শেষ মুহূর্তের রোনালদো জাদুতে জয় পেল ম্যানইউ'র

অনলাইন ডেস্ক

শেষ মুহূর্তের ম্যাচে যোগ করা সময়ে গোল করে, দলকে জিতিয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। সিআরসেভেনের রেকর্ডের ম্যাচে স্প্যানিশ দলটিকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।

 ম্যানচেস্টার ইউনাইটেডে জাদুকর ফিরেছেন আরও পরিণত হয়ে। সারা ম্যাচে যা'ই করুন, শেষ মুহূর্তে চমকে দেয়া কিছু করতেই হবে।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডকে উন্মাদ করে তোলা গোলটাও মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ করেছেন যোগ হওয়া সময়ে।
 
২০০৩ সালে প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮ বছর পর আরও একবার লাল জার্সিটা গায়ে জড়িয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে। ভালোবাসার ক্লাবে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় অধ্যায়ের সূচনা এই মেগা ইভেন্টের রাজার।
সর্বোচ্চ গোলদাতা তো বটেই, এবার ইকার ক্যাসিয়াসকে টপকে এককভাবে ইউসিএল ইতিহাসের সর্বোচ্চ ১৭৮ ম্যাচ খেলা ফুটবলার ক্রিস্টিয়ানো।

আরও পড়ুন:


ধামাকার অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকার লেনদেন

‘হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে’ হত্যা করে ভবন মালিককে

লাশের পকেটে পাওয়া গেল ৩৮ লাখ টাকার লটারির টিকেট


বড় মঞ্চে সিআরসেভেনের ভিন্ন এক প্রত্যাবর্তনের ম্যাচে প্রতিপক্ষ ভিয়ারিয়াল ভালোই ভুগিয়েছে ইউনাইটেডকে। গোলপোস্টে ব্যস্ত সময় পার করেছেন ডেভিড ডি হেইয়া। দু'পক্ষের পাল্টাপাল্টি আক্রমণ প্রথমার্ধে ছিলো নিষ্ফলা। তবে, দ্বিতীয়ার্ধের শুরুটা রোমাঞ্চকর। ইংলিশ জায়ান্টদের চিন্তায় ফেলে দিয়ে লিড নেয় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। জালে বল পাঠান পাকো অ্যালকাসার।

 রেড ডেভিলদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শুরু হয়েছিলো সুইস লিগের এক ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে হার দিয়ে। ভিয়ারিয়াল ৫৩ মিনিটে লিড নেয়ার পর আবারও অঘটনের ভয় দানা বাঁধতে থাকে সোলশায়ারদের মনে। তবে, চরম চাপ থেকে মুক্ত করেন অ্যালেক্স তেলেস। ৬০ মিনিটে এই ব্রাজিলিয়ানের গোলে সমতায় ফেরে ম্যান ইউনাইটেড।
 
আর অন্তিম মুহূর্তে রোনালদোর নায়কোচিত পারফরম্যান্সে জয়টাও ছিনিয়ে নেয় রেড ডেভিলরা। এই জয়টা কতোটা গুরুত্ববহ, তা স্পষ্ট পুরো দলের অভিব্যক্তিতে। জিততে না পারলে এফ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে পড়ে থাকতে হতো। তবে, এখন ২ ম্যাচে ১ জয়ে টেবিলের তিনে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।

news24bd.tv/ কামরুল