দেশের ফোকসম্রাজ্ঞী মমতাজের মা উজালা বেগম আর নেই। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মমতাজের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন মমতাজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ।
মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী। তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।
news24bd.tv এসএম
আরও পড়ুন
তামিমা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী
নরসিংদীতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করছে কৃষকরা
গণটিকা কর্মসূচি: এক কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই
নাসির-তামিমার বিয়ে বৈধ না অবৈধ জানা গেল পিআইবি’র প্রতিবেদনে