অধিক লাভজনক হওয়ায়

দিন দিন আখ চাষে আগ্রহ বাড়ছে নরসিংদীতে

Other

আবহাওয়া অনুকূলে থাকায় নরসিংদীতে এ বছর আখের আশানুরুপ উৎপাদন হয়েছে। বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।  

অন্যান্য ফসলের তুলনায় খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় দিন দিন আখ চাষে আগ্রহ বাড়ছে অনেকের।  

ফলন ভালো হওয়ায় প্রতিবছরই নরসিংদীতে বাড়ছে আখের আবাদ।

উৎপাদন খরচ কম ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা।  বিঘাপ্রতি আখ চাষে উৎপাদন খরচ ৩০-৪০ হাজার টাকা হলেও বাজারে তা বিক্রি হয় দেড় থেকে দুই লাখ টাকা।  

আরও পড়ুন:


কাল থেকে আর চলবে না অবৈধ মোবাইল ফোন!

ধামাকার অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকার লেনদেন

এবার কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রভা

‘হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে’ হত্যা করে ভবন মালিককে


এখানকার আখ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী  সহ বিভিন্ন জেলায়  সরবরাহ করা হয়। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষন ও অন্যান্য সহায়তা পেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব বলে জানান কৃষকরা।

এ জেলায় আখের আবাদ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরণের সহায়তা করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে নরসিংদীতে আখের চাষ করা হয়েছে ১৪০ হেক্টর জমিতে।  

news24bd.tv/ কামরুল