কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ নিহতের ঘটনার পরই ক্যাম্পজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন:
কাল থেকে আর চলবে না অবৈধ মোবাইল ফোন!
ধামাকার অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকার লেনদেন
এবার কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রভা
‘হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে’ হত্যা করে ভবন মালিককে
ক্যাম্পের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে রোহিঙ্গাদের তল্লাশী করছে তারা। শহরজুড়ে টহল জোরদার করেছে সেনাবিাহিনী। তবে ক্যাম্পে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
ময়নাতদন্তের পরই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এর আগে বুধবার রাত সাড়ে ৮টায় কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে নিজ কার্যালয়ে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।
news24bd.tv/ কামরুল