নাটোরে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নাটোরে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Other

নাটোরের অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল হঠাৎ করে বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে নাটোর জেলার বাস মিনিবাস মালিক সমিতির মালিকানাধীন দূরপাল্লার এবং অভ্যন্তরীণ কোন রুটে বাস চালাচ্ছেন না তারা।

তবে ঢাকার উদ্দেশ্যে সকল যাত্রীবাহী বাস ছেড়ে গেছে এবং ঢাকা থেকে রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এভাবে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন প্রতিদিনের অফিসগামী যাত্রীরা।

প্রতিদিনের মত তারা বাড়ি থেকে বের হয়ে এসে বাস চলাচল বন্ধ দেখে হতাশ হয়ে পড়েন।

আরও পড়ুন


ঘুষের টাকা না দেওয়ায় আমার জমি রেজিস্ট্রি হয়নি: প্রতিমন্ত্রী

মেসিকে হারানো বার্সেলোনা পাত্তাই পেল না বেনফিকার কাছে

মমতা মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নির্ভর করছে আজকের ভোটের ওপর

আবারও চালু হচ্ছে কুয়েত-মদিনা ও কাঠমাণ্ডু রুটে সরাসরি ফ্লাইট


পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, 'গত কয়েকদিন ধরেই সিংড়া বাস মালিক সমিতির সঙ্গে ঝামেলা চলছে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির। আমরা উভয় পক্ষকে ডেকে দ্রুত সমস্যার সমাধান করব। ' 

news24bd.tv রিমু