চট্টগ্রামে বালি উত্তোলন নিয়ে বিরোধ, সাতজন গুলিবিদ্ধ

চট্টগ্রামে বালি উত্তোলন নিয়ে বিরোধ, সাতজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে। এদের মধ্যে নুরুল হাসানের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের লোকজন গ্রামবাসীর ওপর গুলি চালায়।

‘বালু্ উত্তোলনে ব্যবহৃত পাইপ কার জমির ওপর দিয়ে নেওয়া হবে’ এবং ‘উত্তোলন বালু কোথায় রাখা হবে’ এ নিয়ে বাকবিতণ্ডার পর গ্রামবাসী বালু উত্তোলন কাজে বাঁধা দেয়।

 আরও পড়ুন: 


 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক

বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার

আপা নেই, কে ধমক দেবে?

আজ গ্যাস নেই যেসব এলাকায়


সাতকানিয়া থানার ওসি গণমাধ্যমকে জানান, তুলাতলীতে সংঘর্ষের পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর