চট্টগ্রামে বালু রাখা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

চট্টগ্রামে বালু রাখা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

Other

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে ৭ জন গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।

এদের মধ্যে নুরুল হাসান নামের এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন


মৃত্যু যন্ত্রণার মতোই নারীর প্রসব যন্ত্রণা!

সিইসি কেএম নুরুল হুদাকে 'ভুয়া' লোক বললেন মির্জা আব্বাস

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মতবিনিময় সভা

তামিমা ফিরে আসতে চাইলে আপত্তি নেই: রাকিব (ভিডিও)


এলাকাবাসী সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনের লোকজন। গ্রামবাসীর উপর গুলি চালায়। বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ কার জমির ওপর দিয়ে নেয়া হবে এবং উত্তোলনকৃত বালু কোথায় রাখা হবে, এ নিয়ে গ্রাসবাসীদের সাথে বাকবিতন্ডতার পর গ্রামবাসী বালু উত্তোলন কাজে বাঁধা দেয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, তুলাতলীতে সংঘর্ষের পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

news24bd.tv এসএম