সম্পূর্ণ ভিনগ্রহে পরিণত হবে চিরচেনা পৃথিবী!

সম্পূর্ণ ভিনগ্রহে পরিণত হবে চিরচেনা পৃথিবী!

অনলাইন ডেস্ক

আর কয়েকশো বছরের মধ্যেই সম্পূর্ণ ভিনগ্রহে পরিণত হবে চিরচেনা পৃথিবী। দ্রুতহারে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী বাসযোগ্য থাকবেনা বলেই সম্প্রতি সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের বিজ্ঞানীরা। বলা হচ্ছে, আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে হলে এখনই সময় সতর্ক হওয়ার। ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞান গবেষণা পত্রিকা “গ্লোবাল চেঞ্জ বায়োলজি”তে সম্প্রতি প্রকাশিত হয়েছে এক প্রতিবেদন।

যেখানে দাবি করা হচ্ছে- গ্রিনহাউজ গ্যাস নির্গমনের পরিমান কমাতে বিভিন্ন দেশের দেয়া প্রতিশ্রুত রক্ষা হলেও, ৭৯ বছরের মধ্যে প্রাক শিল্পযুগের চেয়েও পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে নজিরবিহীন ভয়াবহ দাবানল হবে বিশ্বজুড়ে।


আরও পড়ুন

ইকুয়েডর কারাগার: সহিংসতায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক

বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার

আপা নেই, কে ধমক দেবে?


শুধু তাই নয়, একই সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এতটাই অকল্পনীয় ভাবে বৃদ্ধি পাবে যে, ২১০০ সালের মধ্যে আর বসবাসযোগ্য থাকবেনা পৃথিবী। ২১০০ সালের পরেও পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির হারকে লাগাম টানা সম্ভব হবেনা।

ফলে প্রচুর কৃষিজমি অনুর্বর হয়ে ধীরে ধীরে পৃথিবীর দুই মেরুর দিকে সরে যাবে। ৪শ বছরে মধ্যে একেবারেই শুকিয়ে যাবে আমাজন নদীর অববাহিকা।

গ্রীষ্মপ্রধান দেশগুলোতে তাপপ্রবাহের তীব্রতা বাড়বে সবচেয়ে বেশি। ফলে গোটা এলাকায় হয়ে পড়বে অবাস যোগ্য। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি হয়ে উঠবে আরও ভয়াবহ, এমনটাই বলছেন জাতিসংঘের বিজ্ঞানীরা।

news24bd.tv/এমি-জান্নাত