যশোরে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলার দায়ে আগামী সোমবার (৪ অক্টোবর) দুই আসামির ফাঁসি কার্যকর করা হবে।
আসামিরা হলেন, আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ (৫০) ও মিন্টু ওরফে কালু (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।
জেলার তুহিন কান্তি খান জানান, আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ ও মিন্টু ওরফে কালু ফাঁসির রায় কার্যকরের জন্য আদেশ এসেছে।
এদিকে দুই আসামির পরিবারের পক্ষ থেকে শতাধিক স্বজন তাদের সঙ্গে শেষ দেখা করে গেছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
কাদের মির্জাকে বাদ দিয়ে নোয়াখালী জেলা আ. লীগের কমিটি ঘোষণা
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহি বাস, নিহত ৬
৩১ অক্টোবরের মধ্যে নাসির-তামিমা ও মা সুমিকে আদালতে হাজির হতে সমন জারি
সময় কথা বলবে, নুসরাতকে কি বার্তা দিতে চাইলেন নিখিল!
উল্লেখ্য, আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ ও মিন্টু ওরফে কালু আলমডাঙ্গার রায় লক্ষীপুর গ্রামের একজন নারীকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর মামলা হয়।
news24bd.tv রিমু