আবহাওয়া অনুকূলে, নরসিংদীতে আখের আশানুরুপ উৎপাদন

Other

আবহাওয়া অনুকূলে থাকায় নরসিংদীতে এ বছর আখের আশানুরূপ উৎপাদন হয়েছে। বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় দিন দিন আখ চাষে আগ্রহ বাড়ছে অনেকের।

ফলন ভালো হওয়ায় প্রতিবছরই নরসিংদীতে বাড়ছে আখের আবাদ।

উৎপাদন খরচ কম ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা।

বিঘাপ্রতি আখ চাষে উৎপাদন খরচ ৩০-৪০ হাজার টাকা  হলেও বাজারে তা বিক্রি হয় দেড় থেকে দুই লাখ টাকা। এখানকার আখ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা পেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব বলে জানান কৃষকরা।

আরও পড়ুন: 


 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক

বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার

আপা নেই, কে ধমক দেবে?

আজ গ্যাস নেই যেসব এলাকায়


এ জেলায় আখের আবাদ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ।

চলতি মৌসুমে নরসিংদীতে আখের চাষ করা হয়েছে ১৪০ হেক্টর জমিতে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর