সম্প্রতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হাতে চুল কাটা ১৪ শিক্ষার্থীর চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
আজ বৃহস্পতিবার তদন্ত কমিটির সভাপতি এবং রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, চুল কাটা বিতর্কে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
লায়লা ফেরদৌস হিমেল গণমাধ্যমকে জানান, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসেছে।
জানা গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হাতে চুল কাটা ১৪ শিক্ষার্থীর (রিট করেছেন ১৪ শিক্ষার্থী) প্রত্যেককে ২০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
কাদের মির্জাকে বাদ দিয়ে নোয়াখালী জেলা আ. লীগের কমিটি ঘোষণা
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহি বাস, নিহত ৬
৩১ অক্টোবরের মধ্যে নাসির-তামিমা ও মা সুমিকে আদালতে হাজির হতে সমন জারি
সময় কথা বলবে, নুসরাতকে কি বার্তা দিতে চাইলেন নিখিল!
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে পরীক্ষার হলে ঢোকার সময় ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যানসহ প্রশাসনিক ৩টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
news24bd.tv রিমু