সারা এভারার্ডকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার জন্য ওয়েন কুজেন্স সারা জীবনের সাজা পেয়েছেন।
২০২১ সালের ৩ মার্চ দক্ষিণ প্রাক্তন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা লন্ডনের রাস্তায় ৩৩ বছর বয়সী এভারার্ডকে প্রলোভন দেখিয়ে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে।
আরও পড়ুন
অবৈধ অর্থায়নের জন্য প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট এর জেল
ইকুয়েডর কারাগার: সহিংসতায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক
বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার
পরে তিনি অপরাধ গোপন করার উদ্দেশ্যে এভারার্ড এর দেহ পুড়িয়ে দেন। এভারার্ড পরিবার জানায় শেষবারের মতো তাদের প্রিয়জনকে দেখার এবং বিদায় জানানোর সুযোগ তারা পায়নি।
লর্ড জাস্টিস ফুলফোর্ড দুই দিনের শুনানিতে এভারার্ডের হত্যার ভয়াবহ বিবরণ শোনেন।
এরপর বিচারক একটি ন্যূনতম মেয়াদ নির্ধারণ করেন যেখানে কোজেন্স ৩০ বছরের জন্য সাজাপ্রাপ্ত হয় অর্থাৎ তাকে মুক্তি দেওয়া যাবে না।
news24bd.tv/এমি-জান্নাত