করোনায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

করোনায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

Other

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম (এমবিবিএস) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি প্রায় দু'সপ্তাহ ধরে সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ তিনি সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: 


 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক

বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার

আপা নেই, কে ধমক দেবে?

আজ গ্যাস নেই যেসব এলাকায়


খোঁজ নিয়ে জানা যায়, একজন সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম একাধারে চিকিৎসক এবং জনপ্রতিনিধি হিসেবে সবসময় মানুষের সেবা করে এসেছেন।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় সিলেট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সার্জন, স্বাধীনতা যুদ্ধের সময় ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও ডিংরাই রিফউজি ক্যাম্পের চিকিৎসক ছিলেন। ১৯৭৯ সালে ছাতক-দোয়ারা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।

news24bd.tv তৌহিদ