শেখ রাসেল অনূর্ধ্ব -১৮ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেখ রাসেল অনূর্ধ্ব -১৮ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক

শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের উদ্যোগে শুরু হলো ‘শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। ’ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টুর্নামেন্টের উদ্ধোধন করেন যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

ঢাকা মহানগরীর ৩২টি থানা/ইউনিট এবারের প্রতিযোগিতায় অংশ নিবে। দলগুলো নকআউট ভিত্তিতে পরস্পরের বিপক্ষে লড়বে।

টুর্নামেন্টের ভেন্যু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। ফাইনাল বসবে ১৫ অক্টোবর। প্রতিদিন ২/৩টি করে ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা; রানার্স আপের জন্য থাকছে ১ লাখ টাকা অর্থ পুরস্কার।

আরও পড়ুন


নাটোরে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহি বাস, নিহত ৬

মমতা মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নির্ভর করছে আজকের ভোটের ওপর

আবারও চালু হচ্ছে কুয়েত-মদিনা ও কাঠমাণ্ডু রুটে সরাসরি ফ্লাইট


 

এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়, ম্যাচ সেরাদের জন্যও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে অর্থ পুরস্কার রাখা হয়েছে।

news24bd.tv/আলী