গর্বের সাথে জেনারেল সোলাইমানির পথ অনুসরণ করব : আমির আব্দুল্লাহিয়ান

গর্বের সাথে জেনারেল সোলাইমানির পথ অনুসরণ করব : আমির আব্দুল্লাহিয়ান

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার নজরদারিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির পথ অনুসরণ করবে। ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরান। মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের আন্তরিক লড়াইয়েরও প্রশংসা করেন তিনি।


আরও পড়ুন

অবৈধ অর্থায়নের জন্য প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট এর জেল

ইকুয়েডর কারাগার: সহিংসতায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক

বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার


পার্স টু ডে এর সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেনারেল সোলাইমানের উত্তরাধিকারী ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শান্তি ও বন্ধুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ জেনারেল কাসেম সোলাইমানির পথৃ গর্বের সঙ্গে অনুসরণ করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যদি জেনারেল কাসেম সোলাইমানি মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ না করতেন তাহলে আজকে এ অঞ্চলের চেহারা ভিন্ন হতো।

news24bd.tv/এমি-জান্নাত