গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী এক হাজতির সঙ্গে মামলার বাদিনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিয়ের দেনমোহর ধরা হয়েছে ২০ লাখ ১ টাকা। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে তাদের বিয়ে হয়। হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)।
কারা সূত্র জানায়, বিয়েতে উভয়পক্ষের একজন করে অভিভাবক উপস্থিত ছিলেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদীর বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে আক্কাসের সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ে না করে অন্য এক নারীকে বিয়ে করেন আক্কাস। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। পরে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আক্কাস। পরবর্তীতে আক্কাসকে তালাক দেন তার স্ত্রী।
আরও পড়ুন
নাটোরে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহি বাস, নিহত ৬
মমতা মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নির্ভর করছে আজকের ভোটের ওপর
আবারও চালু হচ্ছে কুয়েত-মদিনা ও কাঠমাণ্ডু রুটে সরাসরি ফ্লাইট
তিনি আরও জানান, এ মামলায় বাদীর সঙ্গে আসামির বিয়ের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ বিয়ে সম্পন্ন হয়।
news24bd.tv/আলী