দুই কোরিয়ার হটলাইন স্থাপনে কিমের প্রস্তাব

দুই কোরিয়ার হটলাইন স্থাপনে কিমের প্রস্তাব

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ অর্থাৎ হটলাইন স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মীমাংসার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিম অভিযোগ করেন, শত্রুতার নীতি থেকে না সরে ওয়াশিংটন উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছে।

রয়টার্স এর তথ্যমতে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামড়িক মহড়ার প্রতিবাদে গত বছরের আগস্টে হটলাইন বন্ধ ঘোষণা করে পিয়ংইয়ং। এবার উত্তর কোরিয়ার বার্ষিক সংসদ অধিবেশনের সময় ওই লাইন পুনরায় স্থাপনের প্রস্তাব দিলেন কিম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের কথা বলছে। কিন্তু বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা। পাশাপাশি শত্রুতামূলক কর্মকাণ্ড গোপনের কৌশল ছাড়া আর কিছুই নয়।


আরও পড়ুন

অবৈধ অর্থায়নের জন্য প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট এর জেল

ইকুয়েডর কারাগার: সহিংসতায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট শ্রমিক

বাবা-মাকে ঘরে আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁস, সুইসাইড নোট উদ্ধার


কেসিএনএ আরো জানিয়েছে, অক্টোবরের শুরু থেকেই হটলাইন আবার চালু করতে আগ্রহী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

তবে দুই কোরিয়ার মধ্যে এই যোগাযোগ চালু হবে কিনা তা দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

news24bd.tv/এমি-জান্নাত