আজ বিশ্ব প্রবীণ দিবস

আজ বিশ্ব প্রবীণ দিবস

অনলাইন ডেস্ক

আজ ৩১তম বিশ্ব প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (১ অক্টোবর) উদযাপিত হচ্ছে দিবসটি।  

চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সব বয়স-শ্রেণীর জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেদিকে বিবেচনায় এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচেনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে।

আরও পড়ুন


রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ শুক্রবার

আজ থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু, ‘ক’ ইউনিটের পরীক্ষা ১১টায়

সেই শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রদের চুল কেটে দেয়ার প্রমাণ মিলেছে (ভিডিও)

ইমোতে তরুণীর প্রেম, প্রথম দিন দেখা করতে গিয়েই ধর্ষণ!


এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকার প্রবীণদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

তিনি জানান, ১৯৯৭-৯৮ সাল থেকে ষাটোর্ধ্বদের ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রতিজন মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।

news24bd.tv এসএম