নভেম্বর থেকে খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

নভেম্বর থেকে খুলছে অস্ট্রেলিয়ার সীমান্ত

অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছিল দেশটি।  

শুক্রবার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, আগামী নভেম্বর থেকে অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক সীমান্ত খুলে দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে কেবল করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী অস্ট্রেলীয় ও তাদের স্বজনরা ভ্রমণের সুযোগ পাবেন।  

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, সীমান্ত খুলে দেয়া হলে অস্ট্রেলীয়দের বিদেশ সফরে আর বাধা থাকছে না।

আরও পড়ুন:


মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩ শতাধিক আটক

শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে ফেসবুকের মিথ্যাচার

সেই শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রদের চুল কেটে দেয়ার প্রমাণ মিলেছে (ভিডিও)

আজ থেকে বন্ধ হচ্ছে সকল অনিবন্ধিত মোবাইল ফোন


আজ সাংবাদিকদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যে রাজ্যগুলোতে টিকা দেওয়ার হার ৮০ শতাংশের ওপরে, সেখানে ভ্রমণের স্বাধীনতা শতভাগ দেওয়া হবে। অস্ট্রেলিয়ানদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।

news24bd.tv নাজিম