আমি মোস্তাফিজ হতে পারবো না: তাসকিন

আমি মোস্তাফিজ হতে পারবো না: তাসকিন

অনলাইন ডেস্ক

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাই কোমড় বেঁধে নেমেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া সেই টুর্নামেন্টে যাওয়ার আগে বোলিংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে দেশের অভিজ্ঞ পেসার ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে পরামর্শ নেন তাসকিন।  

গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফির পরামর্শে অনুশীলন সারেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হন ২৬ বছর বয়সী এই পেসার।

আলাপকালে তাসকিন বলেন, মোস্তাফিজ হলো কাটারের মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি। আমি চাইলেও মোস্তাফিজ হতে পারব না।

 

আরও পড়ুন:


২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য ৬০ হাজার মেগাওয়াট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নতুন লুকে পর্দায় ফিরছেন শুভ!


তিনি আরও বলেন, আমার বলের গতির সঙ্গে, সুইংয়ের সঙ্গে আগের চেয়ে ভালো কাটার যদি করতে পারি, তা হলে একটা অপশন বাড়বে। এটা আমার জন্য ভালো একটা অস্ত্র হতে পারে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক