চট্টগ্রামে আবারও আমদানি নীতি উপেক্ষা করে নিম্নমানের বিটুমিন আমদানি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আবরো আমদানি নীতি উপেক্ষা করে নিম্নমানের বিটুমিন আমদানির ঘটনা ঘটেছে। তিনটি ল্যাবের দুটিতেই নিম্নমান প্রমাণ পাওয়ায় ‘জাহাঙ্গীর এন্ড ব্রাদার্স’ এবং ‘হাসান কনস্ট্রাকশন’ নামে আমদানিকারক ওই দুই প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ দিয়ে ৭ দিনের মধ্যে জবাব চেয়েছে চট্টগ্রাম কাস্টমস।  

আমদানি নীতি না মেনে নিম্নমানের বিটুমিন আমদানি করায় চট্টগ্রামের ‘জাহাঙ্গীর এন্ড আদার্স’ এবং ‘হাসান কনস্ট্রাকশনকে’কারণ দর্শানো নোটিশ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস। সাতদিনের মধ্যে জবাব না দিলে তাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কারণে শাস্তিমুলক পদক্ষেপ নেয়ার কথাও বলেছে কাস্টমস।

তাদের আমদানি করা বিটুমিন একে একে তিনটি সরকারি ল্যাবে  নমুনা পরীক্ষার পর দুটিতে মান উত্তীর্ণ হয়নি।

প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা ছাড়াও আমদানী করা নিম্নমানের বিটুমিন ধ্বংস করা হতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন


দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির ফাঁসি সোমবার

প্রবাসীর সঙ্গে ইমোতে প্রেমের সম্পর্ক, দেশে ফিরেই ধর্ষণ!

নিজের শারীরিক জটিলতা নিয়ে মুখ খুললেন তামান্না

প্রযুক্তির ছোঁয়ায় ঘটকালি, পেশা হিসেবে নিচ্ছেন অনেকেই


এর আগে মান সনদ জালিয়াতি করে নিম্নমানের বিটুমিন আমদানি করে বৈধভাবে ছাড়ের সাথে জড়িত থাকার দায়ে আরেক আমদানিকারক ‘ন্যাশনাল ডেভলপমেন্ট লিমিটেড’কে ৫০ লাখ টাকা শুল্কসহ জরিমানা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।  

একইসাথে জাল সনদ তৈরির সাথে সম্পৃক্ত থাকায় সিঅ্যান্ডএফ এজেন্ট ‘সানশাইন এজেন্সি’র লাইসেন্স বাতিল করে কাস্টমস।

news24bd.tv/ কামরুল