জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

Other

নাটোরের গুরুদাসপুরে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে কৃষক আফছার কারিকর। শুক্রবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া কৃষকের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কৃষক আফছার হোসেন বলেন, দড়িবামন গাড়া গ্রামে তিনি ছেলে মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। প্রতিবেশী মৃত-ময়েজ কারিকরের ছেলে আজাহার কারিকর ও আজাহার কারিকরের ছেলে আতিকুর রহমান সার্বক্ষণিক তাদের বসত বাড়ির সীমানা নিয়ে অশান্তি সৃষ্টি করে।

ওই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রধানদের উপস্থিতিতে বসত বাড়ির ভিটার সিমানা নির্ধারণ করা হয়।

কিন্তু সালিসি বৈঠক অমান্য করে তারা বিভিন্ন ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। বার বার আমাদের জায়গা থেকে তাদেরকে ঘর সরিয়ে নিতে বললে তারা বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আমাদের।

আরও পড়ুন:


নিবন্ধন নেই, তবুও বন্ধ হচ্ছে না যেসব হ্যান্ডসেট

বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করল সরকার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

বিএনপির স্ট্যান্ডবাজি ডিপ ফ্রিজে: ওবায়দুল কাদের

ঢাবি’র ভর্তি পরীক্ষা বাকৃবিতে অনুষ্ঠিত

চিৎকার বন্ধ করতে সন্তানের গলায় ছুরি, মাকে ধর্ষণ

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইউরোপীয় বাংলাদেশ ফোরাম


কৃষকের ছেলে রহিজ উদ্দিন জানান, দড়িবামন গাড়া গ্রামের ৩৮নং খতিয়ানে ৪৫৯, ৪৬০, ৪৬১ দাগে আমাদের বাড়ি।

কিন্তু প্রতিবেশীরা জোওপূর্বক আমাদের জায়গায় ঘর নির্মাণ করেছে। সালিসি বৈঠকে রায় আমাদের পক্ষে হলেও তারা জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে। আমরা আমাদের জমি যে ফিরিয়ে পাই তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর