নাটোরের বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নাটোরের বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Other

শ্রমিক পেটানোর অভিযোগে নাটোরের বাস মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর ও সিংড়া সমিতির সাথে পুলিশ সুপার লিটন কুমার সাহার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ
হয়।

পরে পুলিশ সুপারের দেওয়া সঠিক বিচারের আশ্বাসে নাটোরের বাস মলিক-শ্রমিকরা তাদের ডাকা অনিদিষ্টকালের ধর্মঘট
সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন:


নিবন্ধন নেই, তবুও বন্ধ হচ্ছে না যেসব হ্যান্ডসেট

বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করল সরকার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

বিএনপির স্ট্যান্ডবাজি ডিপ ফ্রিজে: ওবায়দুল কাদের

ঢাবি’র ভর্তি পরীক্ষা বাকৃবিতে অনুষ্ঠিত

চিৎকার বন্ধ করতে সন্তানের গলায় ছুরি, মাকে ধর্ষণ

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইউরোপীয় বাংলাদেশ ফোরাম


নাটোর ও সিংড়া সমিতির মধ্যেকার বিরোধ নিরসনের লক্ষে দু’পক্ষের সাথে কাল শনিবার পুলিশ সুপারের সাথে পুনরায় বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, দুজন শ্রমিককে মারপিটের প্রতিবাদে নাটোরের বাস মালিক ও শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতীসহ
অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করে। শুধুমাত্র নাটোরের বাস মালিক ও শ্রমিকরা এই ধর্মঘট শুরু করে। তবে নাটোরের ওপর দিয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে নাটোর ও সিংড়া সমিতির মধ্যেকার বিরোধ মিমাংশায় বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে বসেন।

কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তবে শনিবার পুনরায় বৈঠকে
বসার সিদ্ধান্ত হয়।

এ সময়ের মধ্যে নাটোর সমিতিকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানালে নাটোর সমিতি সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার
ঘোষণা দেয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর