দারিদ্র সীমার নিচে কিছু পরিবারকে স্বাবলম্বী করতে প্রকল্প হাতে নিয়েছে জেসিআই ঢাকা ইয়াং

নিজস্ব প্রতিবেদক

দারিদ্র সীমার নিচে বসবাসরত কিছু পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যাকাত ভিত্তিক প্রকল্প হাতে নিয়েছে তরুণদের সংগঠন জেসিআই ঢাকা ইয়াং।

এরই অংশ হিসেবে ঢাকার অদূরে রূপগঞ্জে শুক্রবার সুবিধা বঞ্চিত আটজনের হাতে ভ্যান তুলে দিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন:


নিবন্ধন নেই, তবুও বন্ধ হচ্ছে না যেসব হ্যান্ডসেট

বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করল সরকার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

বিএনপির স্ট্যান্ডবাজি ডিপ ফ্রিজে: ওবায়দুল কাদের

ঢাবি’র ভর্তি পরীক্ষা বাকৃবিতে অনুষ্ঠিত

চিৎকার বন্ধ করতে সন্তানের গলায় ছুরি, মাকে ধর্ষণ

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইউরোপীয় বাংলাদেশ ফোরাম


সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা ইয়াং -এর লোকাল প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ। মূল সমন্বয়ক ছিলেন লোকাল ভিপি  এস.এম.মুক্তাদিরুল হক আর তার সহযোগী সদস্য জান্নাতন নাইমা।

যাকাত থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সমাজের অসহায় দুস্থ, গরিব পরিবারকে আয়ের উৎস তৈরি করে দিয়ে স্বাবলম্বী করার এই প্রচেষ্টা সামনের বছরগুলোতে অব্যাহত থাকবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর