বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুরে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক জহরুল ইসলাম ইসলাম তালেব উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ওই প্রতিবন্ধী নারী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন।

এ সময় গ্রামটির পাশেই অবস্থিত বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত শ্রমিক জহুরুল ইসলাম তালেব ওই প্রতিবন্ধী নারীকে ঝাপটে ধরে কোম্পানির পরিত্যক্ত একটি গোডাউনের পাশে নিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে গ্রামের দুই-তিনজন ব্যক্তি গোডাউন সংলগ্ন সড়কটি দিয়ে যাওয়ার পথে ঘটনাটি দেখতে পায়।

আরও পড়ুন:


নিবন্ধন নেই, তবুও বন্ধ হচ্ছে না যেসব হ্যান্ডসেট

বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করল সরকার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

বিএনপির স্ট্যান্ডবাজি ডিপ ফ্রিজে: ওবায়দুল কাদের

ঢাবি’র ভর্তি পরীক্ষা বাকৃবিতে অনুষ্ঠিত

চিৎকার বন্ধ করতে সন্তানের গলায় ছুরি, মাকে ধর্ষণ

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইউরোপীয় বাংলাদেশ ফোরাম


 

পরে তালেবকে আটক করে থানায় সংবাদ দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে তাকে সোপর্দ করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বেলগাড়ি গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সেই সঙ্গে ধর্ষণের শিকার ওই বাক প্রতিবন্ধী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর