করোনা প্রতিরোধে টিকার বিকল্প কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য

করোনা প্রতিরোধে টিকার বিকল্প কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে ইনজেকশন টিকার বিকল্প হিসেবে কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে অসাধারণ সাফল্য পাওয়া গেছে। খবর বার্তা সংস্থা বিবিসি'র।  

মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক এর তৈরি মুখে খাওয়ার এই কোভিড পিল রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে জানা গেছে বিবিসি'র এক প্রতিবেদনে।  

আরও পড়ুন:


ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করল সরকার

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

বিএনপির স্ট্যান্ডবাজি ডিপ ফ্রিজে: ওবায়দুল কাদের


কোম্পানিটি বলছে, তাদের ঔষধ ’মলনুপিরাভির’ তৈরি করা হয়েছে এমনভাবে যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে।

অংশীদার রিজেবাকের সঙ্গে মিলে তারা মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি ব্যবহারের অনুমতি চাইবে।

news24bd.tv রিমু