রাাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দগ্ধ দুই শিক্ষার্থীর নাম ইয়াছিন তালুকদার (২৭) ও জিতু (৩১)।
শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই দ্রুত তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ এবং জিতুর ৬৫ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন
অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার টিকা আসছে আজ
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা আওয়ামী লীগ নেতা
শনিবার রাজধানীর যে সব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
দিনাজপুরে গাছে বেঁধে দুই শিক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ভাইরাল
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল বলেন, রাত ৯টার পর পূর্ব তেজতুরী পাড়ার ২৭/এ জাহান ভিলার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আহতরা দুজনই শিক্ষার্থী। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আর কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
news24bd.tv এসএম