ঘুড়ি হামলার জন্য হামাস নেতাকে হত্যার আহ্বান

ঘুড়ি হামলার জন্য হামাস নেতাকে হত্যার আহ্বান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের 'জিয়ুস হাউস' পার্টির নেতা ও সংসদ সদস্য মোটি ইউগেভ।

তিনি বলেছেন, এখনই সরকার ও সেনাবাহিনীকে গাজার হামাস নেতাদের একে একে হত্যার নীতি গ্রহণ করতে হবে।

উগ্র এই নেতা আরও বলেছেন, গাজা থেকে উড়ে আসা প্রতিটি ঘুড়ির মোকাবেলায় একেকজন হামাস নেতাকে হত্যা করতে হবে। ইসরাইল গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের যেমন জবাব দেওয় তেমনিভাবে গাজা থেকে উড়ে আসা প্রতিটি ঘুড়িরও জবাব দিতে হবে।

আর এ জবাব দিতে হবে হামাস নেতাদের হত্যার মাধ্যমে।

গাজার নিরস্ত্র ফিলিস্তিনিরা নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন। বিক্ষোভের সময় গাজাবাসীরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ঘুড়ির লম্বা লেজে আগুন ধরিয়ে দিচ্ছেন ফিলিস্তিনিরা।

এসব ঘুড়ি কখনো কখনো সীমান্ত দেওয়ালের ওপারে ইসরাইল অধিকৃত এলাকায় গিয়ে পড়ে। এটাও সহ্য করতে পারছে না ইহুদিবাদীরা।

গত ৩০ জুন থেকে শুরু হওয়া ইসরাইলবিরোধী বিক্ষোভে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।

সম্পর্কিত খবর