মহামারী করোনা ভাইরাসে দেশে গেলো ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৯ জন নারী।
একই সময়ে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে একই সময়ে ১৭ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ ভাইরাসে দেশে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৫৫৫ জন।
আরও পড়ুন:
বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের
নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল
রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার
প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৪১ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
news24bd.tv নাজিম