বরিশালের আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মানের উদ্যোগ

Other

বরিশালের আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সমীক্ষা হয়ে গেছে।   

স্থানীয়রা বলছেন, এ সেতু হলে নদী বেস্টিত ৩ উপজেলার সাথে বরিশালের সড়ক যোগাযোগ সহজ হবে। এতে ভোগান্তি  কমবে ২০ লাখ মানুষের।

 

আরও পড়ুন


রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জিকরুল্লাহ'র মৃত্যু

রাষ্ট্রীয় নথি জালসহ কয়েকটি অপরাধে ফেঁসে যাচ্ছেন নাসির-তামিমা

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু


স্বাধীনতার ৫০ বছর পরও মেহেন্দিগঞ্জ, হিজলা এবং মুলাদী উপজেলার সাথে জেলা কিংবা বিভাগীয় সদরের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি। একটি সেতু না থাকায় প্রতিনিয়ত নদী পথে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ পয়েন্টে সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। সেতুর প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে মীরগঞ্জ সহ হিজলা ও মুলাদী এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের কর্মকর্তারা।

 

সংশ্লিস্টরা জানান, আড়িয়ালখাঁ নদীর উপর সেতু নির্মাণের  লক্ষ্যে সমীক্ষা হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

মীরগঞ্জে আড়িয়ালখাঁ সেতুর দৈর্ঘ্য হবে দেড় কিলো মিটারেরও বেশি।

news24bd.tv/ কামরুল