শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহমুদল হাসান সয়াইম (১৪) ও রাউফুন (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
আজ দুপুরে সদর উপজেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখানা এলাকার রফিক মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন জানান, সুয়াইম ও রাউফুন কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না।
আরও পড়ুন:
বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের
নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল
রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার
প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার
এক পর্যায়ে তারা দুইজনেই নদীর মাঝখানে চলে গেলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে নেমে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর নদীর মাঝ খান থেকে তাদের মৃতদেহ খুঁজে পায়।
সদর থানার ওসি মনসুর আহম্মেদ জানান, ঘটনা জেনেছি। পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv নাজিম