বরগুনার তালতলীতে পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পরার পর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে ওই নারী। পরে মামলার আসামি আসাদুল ইসলাম নাইমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয় লোকজন জানান, বাবা ও মার নতুন সংসার পাতায় ফুপু ও চাচার বাড়িতে থাকতেন ওই তরুণী।
বৃহস্পতিবার ওই যুবককে মোবাইলে ফুপুর বাড়িতে ডেকে আনেন তরুণী। রাত ২টায় তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন ফুপা। পরে ছেলের পরিবারকে খবর দিলে তারা বিয়ের আশ্বাস দেয়। ঘটনার দুইদিন পরও ছেলের পরিবার কোনো ব্যবস্থা না করায় শুক্রবার রাতে ওই তরুণী বাদি হয়ে তালতলী থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে নাইমকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের
নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল
রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার
প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার
তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ধর্ষণের শিকার ওই তরুণী বাদি হয়ে শুক্রবার (১ অক্টোবর) রাতে একটি মামলা করেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
news24bd.tv নাজিম