প্রতিমা তৈরিতে ব্যস্ত পঞ্চগড়ের শিল্পীরা

Other

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হলেও অপেক্ষা চলছে রঙের। এছাড়া মণ্ডপ চত্বরে সাজসজ্জার কাজও চলছে পুরো দমে।

আয়োজকরা বলছেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে এবারও স্বাস্থ্য বিধি মেনে পূজা-অর্চনা করা হবে।  

আরক’দিন পরই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। পূজা উপলক্ষে পঞ্চগড়ের মণ্ডবগুলোতে চলছে সাজ সাজ রব। ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও আয়োজকরা।

এ বছর পঞ্চগড়ের পাঁচ উপজেলার ২৯১টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে। পূজা আয়োজক কমিটির নেতারা জানান, শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা উৎসব পালনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

প্রতিমা শিল্পীরা বলছেন, বিশ্ব ব্যাপী করোনা মহামারীর কারণে এবার প্রতিমা তৈরি করে তেমন একটা লাভ হচ্ছে না। বংশগত ঐতিহ্য টিকিয়ে রাখতে অর্ধেক মুজুরিতে তারা প্রতিমা তৈরি করছেন।

স্থানীয় পূজারিরা বলছেন, এবার দেবীদুর্গা বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে সবাইকে মুক্তি দেবেন, এ প্রার্থনাই করবেন তারা।

আরও পড়ুন:


বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার


সরকারি নির্দেশনা মেনে এবার জেলায় পূজা উদযাপন করবেন বলে জানালেন পূজা উদযাপন কমিটির এ নেতা।

এবছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোড়ায় করে এবংপূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায় চড়ে‌ কৈলাশে ফিরবেন দুর্গা।

news24bd.tv নাজিম